১১ নং সোনারায় ইউনিয়ের পরিবার পরিকল্পনা অফিস যাওয়ার রাস্তা হচ্ছে নীলফামারী থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত । পরিষদ থেকে ১ কিলোমিটরের মধ্যে এই পরিবার পরিকল্পনা অফিসটি অবস্থিত।
পরিবার পরিকল্পনা অফিসে যেসব সেবা পাওয়া যায়ঃ-
প্রতিটি অফিস জনগণকে যে সেবা দিয়ে থাকে তাকয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। যেমন: থানার এফ.আই.আরের ক্ষেত্রে যে ধাপগুলো অতিক্রম করতে হয় সেগুলো হল:
১ম ধাপ: অভিযোগ প্রাপ্তি
২য় ধাপ: সাধারণ ডায়েরী
৩য় ধাপ: ও.সি কর্তৃক হাওলা
৪র্থ ধাপ: কোর্টের আদেশের জন্য প্রেরণ
৫ম ধাপ: অনুমতি প্রাপ্তি ও তদন্ত
৬ষ্ঠ ধাপ: প্রতিবেদন দাখিল (ও.সি.'র মাধ্যমে কোর্টে প্রেরণ)
৭ম ধাপ: কোর্ট কর্তৃক সমন জারি
৮ম ধাপ: হাজির হলে জামিন অথবা জেলা জরিমানা
৯ম ধাপ: হাজির না হলে ওয়ারেন্ট
১০ম ধাপ: ওয়ারেন্ট তামিল করে কোর্টে প্রেরণ
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস