Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা ২

নীলফামারী জেলা থেকে ১১ নং সোনারায় ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যাবস্থা ।

 

নীলফামারী শহর থেকে সৈয়দ পুর যাওয়ার রাস্তায় কাছারী বাজারের পশ্চিম পার্শ্বে উত্তরা ই পি জেড এর পিছন দিক দিয়ে বাবুর হাট বাজারের উপর দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে জয়চন্ডী ঘাটের পাড় নামক স্থানে সোনারায় ইউনিয়ন পরিষদের ভবন। সোনারায় ইউনিয়ন পরিষদের ভবন টি সোনারায় ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সোনারায় ইউনিয়নের উত্তর দিকে দারোয়ানী রেল স্টেশন বাজার যা কিছু দিন পূর্বে  জাঙ্কিগঞ্জ নামে গোটা নীলফামারী এবং আশে পাশের জেলা গুলোতে ব্যাপক পরিচিত ছিলো,দক্ষিন দিকে বড়ুয়া বাজার.পশ্চিম দিকে ফকিরগঞ্জ বাজার এবং পূর্ব দিকে বাবুর হাট বাজার রয়েছে। মূল রাস্তাগলো পাকা পিচ ঢালা তবে ভিতরের রাস্তাগুলো কাচা। উল্লেখ্য যে সোনারায় ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে দুইটি রেল স্টেশন রয়েছে একটির নাম খয়রাত নগর রেল স্টেশন যা অত্র ইউনিয়নে বেড়াকুঠি (বড়ুয়ায়) বসবাসরত যুক্তফ্রন্ট সরকারের সময়কালের মাননীয় মন্ত্রী মরুহুম খয়রাত হোসেনের নামে নামকরন করা হয় এবং আরেক টি দারোয়ানী রেল স্টেশন বাজার।

 

প্রায় প্রতিটি বাজার থেকে ভ্যান ,রিক্সা ও অটোরিক্সা করে এক স্থান হতে আরেক স্থানে যাওয়া যায়।