সোনারায় ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিত্বঃ
১। মরুহুম খয়রাত হোসেন, প্রখ্যাত ভাষা সৈনিক,এবং যুক্তফ্রন্ট সরকারের সময় কালের মাননীয় মন্ত্রী
যার নামে নাম করন করা হয়েছে নীফমারী শহরের প্রান কেন্দ্রের একটি মার্কেটের এবং একটি সড়কের নাম,নাম সমূহ যথাক্রমে মরুহুম খয়রাত হোসেন মার্কেট
এবং খয়রাত হোসেন সড়ক এবং তার নামে রয়েছে সোনারায়ের অভ্যন্তরে খয়রাত নগর রেল স্টেশন।
২। সোনারায় ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন সংগলশীতে রয়েছেন প্রখ্যাত সংগীতজ্ঞ রথীন্দ্র নাথ রায়। তিনি মূলতঃ বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন শিল্পী। তিনি অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস