Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান ...

সোনারায় ইউনিয়নের দর্শনীয় স্থান সমূহঃ

১। সোনারায় ইউনিয়নের দক্ষিনে রয়েছে ঐতিহাসিক হরি মন্দির সেখানে একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক গুলো পূজা আর্চনা অনুিষ্ঠিত হয়।

২। সোনারায় ইউনিয়নের সর্ব উত্তরে রয়েছে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকা,তার ঠিক পশ্চিম পার্শ্বেই রয়েছে যুক্তফ্রন্ট সরকারের মাননীয় মন্ত্রী মরুহুম খয়রাত হোসেনের নামে নাম করন করা খয়রাত নগর রেল স্টেশন।

৩। সোনারায় ইউনিয়নের সর্ব উত্তরে রয়েছে এক কালের ঐতিহ্য বাহী দারোয়ানী রেল স্টেশন বাজার যেখানে এক সময় নীলফামারী জেলা সহ আশে পাশের জেলার প্রচুর লোকজন ব্যবসা বানিজ্যের জন্য আসতো।

৪। সোনারায় ইউনিয়নের পশ্চিম উত্তর দিকে রযেছে আদর্শ গ্রাম সংলগ্ন বুড়ি পুকুর ।

৫। সোনারায় ইউনিয়ন পরিষদের সামান্য পশ্চিমে রয়েছে বামন পুকুর নামে একটি বিশাল পুকুর।