কালের স্বাক্ষী বহনকারী নীলসাগরের তীরে গড়ে উঠা নীলফামারী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সোনারায় ইউনিয়ন । সোনারায় ইউনিয়নের এক পার্শ্বে দিয়ে বয়ে চলেছে সোনারায় ইউনিয়নের ঐতিহ্যবাহী খরখরিয়া নদী। সময়ের পরিক্রমায় আজ সোনারায় ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজ সমুজ্জ্বল।
ক) নাম – ১১নং সোনারায় ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –২৪৫০. (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৫,১৮৭ জন (প্রায়) (জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১১টি।
ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ০৪টি,
মাদ্রাসা-০৪টি।
কলেজ - ১টি
এতিমখানা - ০২টি
ঝ) মসজিদ - ৩৮টি
মন্দির- ৩১টি
ঞ) পাকা রাস্তা- ২৮ কিঃমিঃ
কাচা রাস্তা - ৪৫ কিঃ মিঃ
ট) সা্স্থ্য সেবা কেন্দ্র- FWC -০১টি
CC- ০৩টি
ঠ) রেল ষ্টেশণ- ০২টি দারোয়ানী , খয়রাত নগর
ড)দায়িত্বরত চেয়ারম্যান –আলহাজ আব্দুল মান্নান শাহ
ঢ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ণ) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ত) ইউপি ভবন স্থাপন কাল –১৯৬০।
থ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৮/০৯/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৪/০৮/২০১৬ইং
দ) গ্রাম সমূহের নাম –
১। চকদুবলীয়া ২। সোনারায় ৩। বেড়াকুঠি ৪। জয়চন্ডী ৫। উলটপাড়া
৬। পশ্চিম আরাজি চড়াইখোলা ৭। উত্তর মুসরত কুখাপাড়া ৮। তিলাই জয়চন্ডী
৯। আরাজি কুখাপাড়া ১০। গেদ্দ জয়চন্ডী ১১। জয়চন্ডী স্বরুপপাড়া।
ধ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা- ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস