Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
১০ মার্চ ২০১৬ ইং তারিখ ১১ নং সোনারায় ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদক মুক্ত ঘোষনা করা হল।
Details

সোনারায়ইউনিয়ন হিসেবে বাল্য বিবাহ, যৌতুক ও মাদক মুক্ত হিসেবে পরিচিতি পেলো নীলফামারী সদর উপজেলার সোনারায়ইউনিয়ন পরিষদ।বৃস্পতিবার দুপুরে সোনারায়স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বাল্যবিবাহকে না বলি, মান সম্মত শিক্ষায় জীবন গড়ি’ শীর্ষক গণসমাবেশে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন সমাবেশের প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন, বিশেষ অথিতি জনাব মোঃ জাকির হোসেন খান ও উপজেলা চেয়ারম্যন আবুজার রহমান সাহেব।
ইউএনও মো. সাবেত আলীর সভাপতিত্বেসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহারশাহজাদী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাশরিফুল ইসলাম খন্দকার।
অন্যান্যের মধ্যে সোনারায় ইউনিয়ন পরিষদচেয়ারম্যান আব্দুল মান্নান শাহ্ মান্নু, ও উপজেলা কিশোর কিশোরী ফোরামের সভাপতি কালিদাস রায় বক্তব্যদেন।অনুষ্ঠানে বাল্য বিবাহ, যৌতুক ও মাদককে না বলুন শীর্ষক অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান উদ্যোক্তা সাবেত আলী।বিভিন্নশ্রেণী পেশার প্রতিনিধি ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, রাজনৈতিককর্মী, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সুধিজনেরা অংশগ্রহণ করেনগণসমাবেশে। 
সাবেত আলী জানান, ল্যাম্প আইএম পাওয়ার প্রকল্পসহ বিভিন্নবেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় সদর উপজেলাকে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণার জন্য গত বছর থেকে কাজ শুরু করা হয়েছে।তিনিজানান, ইতোমধ্যে দশটিইউনিয়নকে ঘোষণার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সবইউনিয়ন ঘোষণা শেষে উপজেলা পর্যায়ে গণসমাবেশে সদর উপজেলাকে বাল্য বিবাহ, যৌতুক ও মাদক মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

Images
Attachments
Publish Date
13/12/2018
Archieve Date
31/12/2019